বিএনপি মহাসচিব ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছে

আল আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে ইসরায়েলি
হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে
চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার বারিধারায় ফিলিস্তিনের
রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের কাছে এ চিঠি হস্তান্তর করা হয়েছে।
মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে নারী-শিশুসহ
অগণিত ফিলিস্তিনিকে হত্যায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা
জানানো হয়েছে।
বিএনপির মহাসচিব বলেছেন, ‘এই কঠিন সময় থেকে
উত্তরণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন।’
ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে
উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
বিএনপি মহাসচিব তার চিঠিতে আল আকসা মসজিদ
ও পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও নিরপরাধ মানুষ হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে
সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের
সব ধরনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের
আহ্বান জানান।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের
জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি
বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।


