সাংবাদিকদের নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বব্যস্থা নিন: হানিফ

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয় বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ।

 

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টেএক পোস্টে এমনটিই মন্তব্য করেছেন তিনি।

 

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা চলছে; এমন পরিস্থিতিতেই সাংবাদিকদের নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন এই আওয়ামী লীগ নেতা।

 

মাহবুব উল আলম হানিফ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।

 

প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিব সাইফুল ইসলাম ভূঞা মন্ত্রণালয়ের একটি কক্ষে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর এদিন রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

সরকারি নথি সরানোর অভিযোগে রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়। এ মামলার বাদী স্বাস্থ্যসেবা সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।