সাড়ে সাত লাখ শিক্ষার্থীর চোখ ৬৩ হাজার আসনে

এবার উচ্চশিক্ষায় ভর্তীচ্ছু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। এর বাইরে গতবার পাস করা ভর্তীচ্ছু শিক্ষার্থীর সংখ্যাও দুই লাখের বেশি হতে পারে। সব মিলিয়ে এবার ভর্তি পরীক্ষার যুদ্ধে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ শিক্ষার্থীর নজর এখন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৬৩ হাজার আসনের দিকে। এইচএসসি পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে পাস করা ওই শিক্ষার্থীরা এক কঠিন ভর্তিযুদ্ধের সামনে। অনেকের মতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিটি আসনের জন্য কমপক্ষে ১০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন।

ভর্তি পরীক্ষার আগেই বাছাই সম্পর্কে গুচ্ছপদ্ধতির আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি, বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো মিলিয়ে কীভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসানো যায়। পৃথক কমিটি করা হয়েছে। এই কমিটি যাচাই-বাছাই করে দেখবে সর্বোচ্চ কতসংখ্যক শিক্ষার্থীর একসঙ্গে পরীক্ষা নেওয়া যায়। তাদের প্রতিবেদন পাওয়ার পর বলতে পারব কতজন পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, যথাসম্ভব সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার আহ্বান জানাই। শিক্ষার্থী ও অভিভাবকদের এটিও মনে রাখতে হবে শতভাগ শিক্ষার্থীকে কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া যায় না। একটি নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের নিয়েই ভর্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, অতীতে একটি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার কারণে এবার প্রাথমিক আবেদনে ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা ভর্তি পরীক্ষায় বসার যোগ্য বিবেচিত হবেন, তারাই কেবল ফি পরিশোধ করবেন।

ইউজিসির তথ্য মতে, দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৩ লাখ ২০ হাজার আসন আছে। আর এবার অটোপাস করিয়ে দেওয়া হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থীকে। শিক্ষাবিদরা বলছেন, আসনসংখ্যা ১৩ লাখের বেশি হলেও শিক্ষার্থীরা মূলত পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চাইবেন। এ ক্ষেত্রে আসনসংখ্যা খুবই কম। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৬০ হাজারে মতো এবং সরকারি মেডিকেল কলেজে ৩ হাজারের কিছু বেশি। সে হিসাবে এই ৬৩ হাজার আসনেই হবে মূল লড়াই।

এদিকে ১৩ লাখ ২০ হাজার আসনের মধ্যে সরকারি-বেসরকারি কলেজেই আসন প্রায় ৯ লাখ। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন ৭০ হাজারেরও বেশি। কলেজগুলোতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে কলেজগুলো পছন্দের তালিকা নেই অধিকাংশ শিক্ষার্থীর। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় প্রায় দুই লাখ আসন রয়েছে।

কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এতসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও সেখানে শিক্ষার্থীরা ভর্তির খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। শিক্ষার্থীরা অপেক্ষা করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। সেখানে ভর্তির সুযোগ না পেলে অন্য কোথাও ভর্তির চেষ্টা করবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ছোট অংশ ভর্তি হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

গত বছর যারা বিধানমতো পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করেছেন, তারাও এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরই মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছয়টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করবে।

এইচএসসি পাস করা কয়েকজন শিক্ষার্থী জানান, সব শিক্ষার্থীই পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে চান। সে হিসেবে প্রথম পছন্দ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের মেডিকেল কলেজ ও বুয়েট। আবার যারা একটু ভালো ফল করেছেন, তারা চান পছন্দের বিশ্ববিদ্যালয়।

৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯টিতে হবে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা। তবে পছন্দের তালিকার শীর্ষে থাকা বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই গুচ্ছপদ্ধতির পরীক্ষায় অংশ নিচ্ছে না। ফলে এই পাঁচ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ভর্তি হতে চাইবেন, তাদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়েই পরীক্ষায় অংশ নিতে হবে।

চট্টগ্রামের কোনো শিক্ষার্থী বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে তাকে ঢাকায় এসে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে রাজশাহীতে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হবে।