মিয়ানমারের সামরিক জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি নির্বাহী আদেশ ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন বাইডেন।

নিষেধাজ্ঞার আওতায় আসবেন মিয়ানমারে সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসা।

যুক্তরাষ্ট্রে থাকা এক বিলিয়ন ডলারের সরকারি তহবিল মিয়ানমারের সেনাবাহিনী যেন ব্যবহার করতে না পারে, সে পদক্ষেপও নেওয়া হচ্ছে।

বাইডেন বলেছেন, এ সপ্তাহেই নিষেধাজ্ঞার প্রথম লক্ষ্যগুলো নির্ধারণ করা হবে।

তিনি বলেন, আমরা কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ এবং যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের সম্পদ জব্দ করতে যাচ্ছি। তবে স্বাস্থ্যসেবাসহ যেসব ক্ষেত্রে মিয়ানমারের জনসাধারণের প্রত্যক্ষ সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি জড়িত রয়েছে, সেগুলোতে আমাদের সমর্থন থাকবে।

গত নভেম্বর মাসে নিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।  এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।  দেশটির শাসনভার নেন সেনাপ্রধান মিন অং হলাইং। সেই সঙ্গে সু চি, মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত এবং এনএলডির জেষ্ঠ্য নেতাদের আটক করে গৃহবন্দি করে সামরিক জান্তা।  এর পরপরই মিয়ানমারে বছরব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়।