ভারতের মহারাষ্ট্রে থানে হাসপাতালে আগুন, নিহত ৪ রোগী

ভারতের মহারাষ্ট্রে থানের কাছে একটি বেসরকারি হাসপাতালে আজ বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডে ৪ জন রোগী মারা গেছেন। রাজ্যের রাজধানী মুম্বই থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে অনেকে দগ্ধ হয়েছেন। স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটের দিকে মুম্বইয়ের প্রাইম ক্রিটিক্যাল হাসপাতালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখন তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ৩টি অগ্নিনির্বাপক এবং ৫টি এম্বুলেন্স। এ সময়ে উদ্ধার করা হয়েছে ২০ জন রোগীকে। এর মধ্যে ৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

 

আগুনে পুড়ে গেছে হাসপাতালটির প্রথম তলা। তবে এই হাসপাতালে কোনো করোনা রোগী ছিলেন না। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা এখনও পরিষ্কার নয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থাকরেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেয়া হবে এক লাখ রুপি করে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।