ঠাকুরগাঁওয়ে বকেয়া ভাতা পরিশোধের দাবিতে ইউপি সদস্যদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্যদের ৪৬মাস (প্রায় ৪ বছর) যাবত ভাতা প্রদান না করে তা আত্মসাৎ অভিযোগে চেয়ারম্যান জালাল উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই ইউনিয়ন পরিষদের ভাতা বঞ্চিত সকল সদস্যরা ও এলাকাবাসী।

 

সোমবার (২৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী ইউপি সদস্য ছাড়াও এলাকার বিক্ষুব্ধ অসংখ্য লোকজন

অংশ নেন।

 

এসময় বক্তব্য রাখেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাবুর রহমান, সদস্য মলেন চন্দ্র রায়, আফজাল হোসেন ও সদস্য মোমেনা বেগম।

 

বক্তাগণ বলেন,  আমরা ৪ বছর ধরে কোন সম্মানি ভাতা পাচ্ছি না। ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত আয় হলেও চেয়ারম্যান আমাদের ভাতা দিচ্ছেন না।

 

প্রতি সদস্যের ২ লাখ ২ হাজার ৪'শ টাকা হারে ভাতা পাওনা বকেয় পড়ে থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন । ভাতার কথা বললেই চেয়ারম্যান আমাদের হুমকি ধামকি দিচ্ছেন এবং বিভিন্ন বরাদ্দের হিসাব চাইতে গেলে হিসাব না

দিয়ে তিনি আমাদের সাথে দুরব্যবহার করেন।

 

বক্তারা জরুরী ভিত্তিতে তাদের ন্যায্য ভাতা পরিশোধ করা না হলে তারা কঠোর আন্দোলনসহ আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে ঘোষণা দেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে বৈরচুনা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সদস্যদের ভাতা দেয়ায় মতো ইউনিয়ন পরিষদের ফান্ডে কোন টাকা নেই।