এবার ঈদে শাকিব খানের ’বীর’ দীপ্ত টিভিতে

গত বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খান ও বুবলী অভিনীত ছবি বীর। ছবিটির প্রযোজকও ছিলেন শাকিব খান। নির্মাতা কাজী হায়াৎ এই ছবি নির্মাণের মধ্য দিয়ে অর্ধশত সিনেমা নির্মাণের রেকর্ড করেন।

 

এই ছবিটিই আসন্ন ঈদে দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে বলে এক মেইলবার্তায় জানিয়েছে দীপ্ত কর্তৃপক্ষ। দীপ্তর ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন ছবিটি প্রচার করা হবে।

 

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত বীর চলচ্চিত্রটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর এই প্রথমবারের মতো টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে ছবিটি। বীর চলচ্চিত্রটি পরিচালনার পাশাপামি এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপও কাজী হায়াতের। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হওয়া ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর ও নাদিমসহ অনেকেই।

 

এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে হিরো দ্য সুপারস্টার (২০১৪) এবং পাসওয়ার্ড (২০১৯) নামে দুটি সুপারহিট প্রযোজক ঢালিউডের প্রভাবশালী এ নায়ক।