‘পুরুষের মতো কণ্ঠস্বর’, কটাক্ষ নিয়ে মুখ খুললেন সুনিধি

প্রত্যেকের জীবনে সফলতার পিছনে অনেকগুলো
অসফল গল্প রয়েছে। বলিউড গায়িকা সুনিধি চৌহানের জীবনেরও রয়েছে তেমনই কিছু গল্প। দুজন
বিশিষ্ট সংগীত পরিচালকের কাছে এক সময় সমালোচনা শুনতে হয়েছিল গায়িকাকে। একজন নাকি তাকে
বলেছিলেন, তার ব্যাগপত্র গুটিয়ে বাড়িতে চলে যাওয়া উচিত।
কিন্তু পরবর্তীকালে সাফল্য অর্জনের পর
তাদের সঙ্গেই নাকি কাজ করেছেন এই গায়িকা।
এক সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, এক সংগীত
পরিচালক এক সময় তাকে বলেছিলেন, তার কণ্ঠ পুরুষদের মতো। তবে পরে একসঙ্গে তারা কাজ করেছিলেন
এবং এই সমালোচনা ভুলে গিয়েছিলেন।
'বলিউড বাবল'কে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি
জানিয়েছেন, 'সেই সময় সেগুলো আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি এমন কোনো কথা
শুনতে চাইতাম না।' তবে "তোমার নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাওয়া উচিত; কারণ
'লাগ যা গালে' গানটা তুমি অরজিনাল কী-তে গাইতে পারোনি" শুনতে হয়েছিল তাকে।
প্রসঙ্গত, সেই সময় এক নামী সংগীত পরিচালকের
কাছে তিনি গিয়েছিলেন এবং তিনি সুনিধিকে 'লাগ যা গালে' গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকরের
গাওয়া এই গান ভীষণ লো-কী'তে গেয়েছিলেন সুনিধি। সংগীত পরিচালক তাকে আরও উচ্চ সুরে গাইতে
বলেছিলেন। আর বলেছিলেন, সুনিধি সেই নোট স্পর্শ করতে পারছেন না। গায়িকাকে তাই বলেছিলেন,
'যাও, বাড়ি গিয়ে রেওয়াজ করে এসো।'
সুনিধি আরও বলেন, "আরেকজন সংগীত পরিচালক
আমাকে বলেছিল, 'এই ধরনের কণ্ঠ কাজ করে না, তোমার কণ্ঠ খুব ভারি। শুনে একটা অভিনেত্রীর
গলায় পুরুষের কণ্ঠস্বর মনে হবে। ব্যাগ প্যাক করো। এখনো এক-দুই বছরের ব্যাপার, বাড়ি
চলে যাও।"
প্রসঙ্গত, 'ধুম মাচালে', 'ছালিয়া', 'কেইসি
পাহেলি' এবং 'শিলা কি জাওয়ানি' গানে তিনি সেই দুই সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন
বলে জানিয়েছেন গায়িকা। তবে প্রাথমিক সমালোচনা সম্পর্কে তাদের 'স্মৃতিশক্তি হ্রাস' পেয়েছে
বলে মনে হয়েছে গায়িকার।
প্লেব্যাকে গাওয়া ছাড়াও সুনিধিকে টেলিভিশনে
সংগীত রিয়েলিটি শোয়ের বিচার হিসেবে দেখা গেছে। তিনি ইন্ডিয়ান আইডলের আগের মৌসুমে বিচারক
ছিলেন। সম্প্রতি তাকে 'দ্য রিমিক্স' এবং 'দিল হ্যায় হিন্দুস্তানি (সিজন ২)' শোতে বিচারক
হিসাবে দেখা গেছে।


