তোপের মুখে মিয়ানমারের জান্তাপ্রধান

দক্ষিণ পূর্ব এশীয় নেতারা ফেব্রুয়ারিতে একটি
অভ্যুত্থানে ক্ষমতায় আসা মিয়ানমার সেনাবাহিনীর প্রধানকে দেশে সহিংস ক্র্যাকডাউন বন্ধ
করার আহ্বান জানিয়েছেন।
অধিগ্রহণের পরে তার প্রথম পরিচিত বিদেশ সফরে
জেনারেল মিন অং হ্লেইং সেনাবাহিনীকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার এবং রাজনৈতিক বন্দীদের
মুক্তি দেওয়ার আহ্বান শুনেছিলেন।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর
অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পর দক্ষিণপূর্ব
এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ানের সম্মেলনে অংশ নিতে শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়
পৌঁছান মিন অং হ্লাইং।
জার্কাতায় পৌঁছে সম্মেলনে যোগ দিলে মিয়ানমারে
চলমান হত্যা, নৃশংসতা ও রক্তপাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন আসিয়ান জোটের
নেতারা। সম্মেলনে শর্তহীনভাবে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান নেতারা।
মিয়ানমারের রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি
তোলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন
ইয়াসিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘অং সান সু চিসহ অভ্যুত্থানপন্থি
নেতারা বন্দি রয়েছেন। অতিসত্বর মিয়ানমারের অচলাবস্থা বন্ধ করতে হবে।’
১ ফেব্রুয়ারি অং সান সু চিসহ রাজনৈতিক বহু
নেতাকে গৃহবন্দি করে এবং আটক করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ
শুরু হয়। এ পর্যন্ত ওই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানি
ঘটেছে। তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। সূত্র বিবিসি


