নিখোঁজ সাবমেরিনটি ডুবে গেছে: ইন্দোনেশিয়ায় সেনাবাহিনী

বুধবার নিখোঁজ হয়ে যাওয়া নৌ-বাহিনীর সাবমেরিনটি
ডুবে গেছে বলে ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী। এসময় ডুবোজাহাজটিতে ৫৩ জন
ক্রু ছিল।
জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা
করছিল তারা ওই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে এবং তা থেকেই ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি
ডুবে গেছে। যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ।
ধারণা করা হচ্ছে, সমুদ্রের যতো গভীরে সাবমেরিনটি
চলাচল করতে পারতো তার চেয়েও সাড়ে আটশো মিটার নিচে এটি তলিয়ে গেছে। বালি দ্বীপের
কাছে সমুদ্রে টর্পেডো মহড়া চালানোর সময় এটি নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ হওয়ার সাথে সাথেই শুরু হয় উদ্ধার
তৎপরতা। কারণ জাহাজটিতে যে পরিমাণ অক্সিজেন ছিল তা দিয়ে ক্ররা শনিবার সকাল পর্যন্ত
বেঁচে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। সূত্র: বিবিসি


