ইন্দোনেশিয়ায় আসিয়ানের বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সেনাপ্রধান

গত ১ ফেব্রুয়ারি অং সান সুচির সরকারকে অভ্যুত্থানের
মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখল করেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। অভ্যুত্থানের
পর মিয়ানমারে প্রায় সাড়ে সাতশ মানুষকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিশ্বজুড়ে
সমালোচনার পর এই প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন জেনারেল মিন অং লাইং।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আয়োজিত
হতে যাওয়া আসিয়ান বৈঠকে অংশ নেবেন তিনি। আর এ জন্যই শনিবার বিশেষ একটি ফ্লাইটে ইন্দোনেশিয়ার
রাজধানী জাকার্তায় পৌঁছেন লাইং।
এর আগে এভাবে আসিয়ান সম্মেলনে মিয়ানমারের কোনো
সেনাপ্রধান অংশ নেননি। সাধারণত নিম্নসারির কোনো অফিসার অথবা সরকারি কর্মকর্তা অংশ নিয়ে
থাকেন।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পরপরই গত ৫ ফেব্রুয়ারি
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া দেশটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আসিয়ানের বিশেষ
বৈঠক আয়োজনের আহ্বান জানায়। তারা আলোচনার মাধ্যমে মিয়ানমারের সংকট নিরসন করতে চাইছে।


