তিন দেশ থেকে ওমান ভ্রমণে নিষেধাজ্ঞা

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে
বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞার তালিকায়
ভারত এবং পাকিস্তানও আছে।
ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদের
বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বুধবার খালিজ টাইমস জানিয়েছে, গতকাল বুধবার
(২১ এপ্রিল) ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা
সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা
পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ ছাড়া ভারত-পাকিস্তানও
এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এর আগে বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের
কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ
ওইসব ফ্লাইটের গন্তব্যগুলোর মধ্যে ওমানের রাজধানী মাস্কাটও রয়েছে।


