সংস্কার ও স্বপ্ন পূরণের পথে “সবার পাঠশালা’’
সবার পাঠশালা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নীলফামারীর ডোমার উপজেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। কতগুলো উদ্যোমী তরুণ-তরুণীর প্রচেষ্টায় সবার পাঠশালা প্রকৃত অর্থে সবার পাঠশালা হয়ে উঠেছে, হয়ে উঠেছে একটি পরিবার। বাঁধ ভাঙার প্রবল আগ্রহে করোনা মহামারির প্রকোপের শুরু থেকে এখন পর্যন্ত নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনে। সংগঠনটি শিক্ষা, এসডিজি, জলবায়ু পরিবর্তনসহ নানা মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। দুস্থ্য-দারিদ্র ও অসহায়দের মুখে হাসি ফুঁটিয়ে চলেছে সবার পাঠশালা।
বন্যার প্রকোপে অসহায় পরিবারের পাশে দাড়ানো,
উপহার সামগ্রী পৌঁছে দেয়া, ঘর নির্মাণ করে দেয়া, বৃক্ষ রোপণ, গ্রামে গ্রামে পাঠাগার
গড়ে তোলা, ঝড়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়, বিনামূল্যে টিউশনসহ আরও অসংখ্য
কাজ করে যাচ্ছে সবার পাঠশালা।
সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য কাজ হিসেবে
অসহায় পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দেয়া অন্যতম। চতুর্থ রমজান পর্যন্ত
প্রায় ২০০ এর অধিক পরিবারের দ্বারে পৌঁছে গেছে সবার পাঠশালার উপহার সামগ্রী।
সবার পাঠশালা নিয়ে অভিমত দেন সবার পাঠশালার একজন কো-অর্ডিনেটর ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর শিক্ষার্থী প্রিয়াঙ্কা সরকার পূজা, সবার পাঠশালা এমন একটি সংগঠন যেখানে জনসাধারণের স্বার্থে ডোনার, ভলান্টিয়ার তাদের সর্বোচ্চটুকু দিতে সর্বদা প্রস্তুত।
পরিবেশ সুন্দর থেকে সুন্দরতম করতে, সমাজ
শিক্ষিতদের আবাস বানাতে এবং মানবতার বাতাস সবার মাঝে ছড়িয়ে দিতে কোন ত্রুটি রাখে না
সবার পাঠশালা। জ্ঞান ও বুদ্ধিভিত্তিক সমাজব্যবস্থা গড়ে
তুলতে গ্রামভিত্তিক পাঠাগার স্থাপন এর লক্ষ্যে অন্যতম কার্যকরী পদক্ষেপ হতে পারে।
বর্তমানে কোভিডের জন্য অনেক তরুন-তরুণী
গ্রামে অবস্থান করছেন, এমন সময় নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন গ্রামে একটি পাঠাগার
স্থাপন করার চেষ্টা করছে সবার পাঠশালা এছাড়া বিভিন্ন উপলক্ষ্যে উপহার হিসেবে বই প্রদানের
সংস্কৃতি তৈরি করাসহ নতুন নতুন নানা উদ্যোগ নিয়ে কাজ করছে এই সবার পাঠশালার সেচ্ছাসেবীরা।
আশা করি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে
চেষ্টা করলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভবপর হবে ।


