অভিনেতা এস এম মহসীন আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন আর নেই। রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭৩ বছর। 


তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসিন।

 

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি।