ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে গ্রেপ্তার: ২০
গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ
চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার
(১০ এপ্রিল) সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত
স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরমধ্যে হরতাল
চলাকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা এলাকায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনে ভাঙচুর
ও অগ্নিসংযোগের মূল হোতা শামীম মিয়াও রয়েছে।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়
৪৩টি, আশুগঞ্জ থানায় ০৩টি ও সরাইল থানায় ০২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৪৯টি মামলা
হয়েছে। এসকল মামলায় ২৮৮ জন এজাহারনামায় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী
করা হয়েছে।
এ সকল মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৬৭ জন, আশুগঞ্জ থানায় ১২ জন এবং সরাইল থানায় ৪ জনসহ ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন:
সারা দেশে সোম-মঙ্গলবারও‘লকডাউন’
একদিনে সর্বোচ্চ ৭৭ জনেরমৃত্যুর রেকর্ড


