দূতাবাস দখলে নিয়ে রাষ্ট্রদূতকে বের করে দিল সামরিক অ্যাটাশে

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জাওয়ার মিন জানিয়েছেন, দূতাবাসের ভেতরে তাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে সারারাত নিজের গাড়িতে কাটিয়েছেন তিনি।

কিয়াও জাওয়ার মিন জানান, মিয়ানমারের সামরিক অ্যাটাশে দূতাবাসের অন্যান্য কূটনীতিদেরও বেরিয়ে যেতে বলেছেন; তাকে বলা হয়েছে, তিনি আর দেশটির প্রতিনিধি নন। 

গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী।

এর প্রতিবাদে গত দুই মাস ধরে দেশটির বিভিন্ন সড়কে বিক্ষোভ করে আসছেন গণতন্ত্রপন্থীরা। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাজ্যে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জাওয়ার মিন সু চিকে মুক্তির দাবি জানিয়ে সেনাশাসকের রোষানলে পড়লেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বুধবারের এ ঘটনাকে জাওয়ার মিন 'লন্ডনের মধ্যে এক ধরণের অভ্যুত্থান' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আমাকে বের করে দেয়া হয়েছে.এ ধরণের অভ্যুত্থান সংঘটিত হতে পারে না'।

ছবিতে লন্ডনের মেফেয়ারে মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সাথে মিয়ানমারের দূতাবাসের সামনে দাঁড়িয়ে জাওয়ার মিনকে কথা বলতে দেখা যায়।

এছাড়া কর্মীরা যেন দূতাবাসে পুনরায় প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশ ডাকা হয়। দূতাবাসের সামনে মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভকারীরা জড়ো হন।

গত মার্চে অং সান সু চির মুক্তির জন্য দাবি জানান লন্ডনে নিযুক্ত মিয়ানমারের এই রাষ্ট্রদূত। বিবিসিকে সেসময় তিনি বলেছিলেন, মিয়ানমার এ মুহূর্তে মিয়ানমার বিভক্ত হয়ে আছে এবং গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে।

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও জানান যে, তার এ মন্তব্য 'দেশের বিরোধিতা নয়'। বরং তিনি একপ্রকার মধ্যপন্থা অবলম্বন করছেন।

সাবেক সামরিক কর্মকর্তা, মিন তার এ মন্তব্যের জন্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের পক্ষ থেকে প্রশংসা পান।

রয়টার্স জানায়, উপ-রাষ্ট্রদূত চিট উইনকে লন্ডনের দূতাবাস এবং কূটনীতিকের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

 

সূত্র-বিবিসি