মিয়ানমারে নৃশংস হামলায় নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে

মিয়ানমারে
জান্তাবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাতে নিহতের সংখ্যা এরইমধ্যে ৫০০ ছাড়িয়েছে। মঙ্গলবার
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স
(এএপিপি) এ তথ্য জানিয়েছে।
অ্যাসিস্ট্যান্স
অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন জানায়, সোমবারও বিক্ষোভে
দমন-পীড়নে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন মিয়ানমারের ইয়াংগনের
দাক্ষিণ দাগন এলাকায়।
এদিকে
বার্তা সংস্থাএএপিপির জানায়, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকারের ক্ষমতা দখলের পর থেকে
নিরাপত্তা বাহিনীর হাতে গত দুই মাসে কমপক্ষে ৫১০ জনের নিহত হয়েছে। এর মধ্যে শনিবারই
সব মিলিয়ে ১৪১ জন নিহত হয়েছে।
এদিকে সোমবার রাতে প্রদীপ জ্বেলে নিহতদের স্মরণ করেছে
গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। মঙ্গলবার তারা শুরু করেছে নতুন কর্মসূচি- ‘গার্বেজ
স্ট্রাইক’। এ কর্মসূচিতে
নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
বলা হচ্ছে।


