দুই মাসেই শিল্প মুনাফা বেড়েছে চীনের

চলতি বছরের প্রথম দুই মাসেই গত বছরের একই সময়ের তুলনায় শিল্প মুনাফা বেড়েছে চীনের। গত বছরে করোনা ভাইরাস প্রভাবের বিপরীতে চলতি বছরের একই সময়ে রফতানি বেশ চাঙ্গা হওয়ায় দেশটির শিল্প মুনাফায় প্রভাব পড়েছে। খবর ব্লুমবার্গ।

 

গত শনিবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের শিল্প মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৭৯ শতাংশ বেড়েছে। চীনের নববর্ষের ছুটির বিষয়টি বিবেচনা করে দুই মাসের উপাত্ত একসঙ্গে প্রকাশ করেছে এনবিএস।

 

২০২০ সালের প্রথম প্রান্তিকে রেকর্ড সংকোচন হলেও পরবর্তী সময়ে শিল্প মুনাফা চাঙ্গা হতে থাকে চীনের। গত ডিসেম্বরে দেশটির শিল্প মুনাফা পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় বেড়েছে ২০ দশমিক ১ শতাংশ। পণ্যের উচ্চমূল্যে বেশ উপকৃত হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

 

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে ১৮২ শতাংশ। একই সময়ে বেসরকারি ও বিদেশী বিনিয়োগের কোম্পানিগুলোর মুনাফা হয়েছে যথাক্রমে ১৩৭ ও ২১৯ শতাংশ।