মোজাফফর হোসেন স্পিনিং বন্ধ থাকা ১টি ইউনিট ১ এপ্রিলে চালু হবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের বন্ধ থাকা একটি ইউনিটের উৎপাদন আগামী ১ এপ্রিল থেকে চালু হবে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ এসব তথ্য জানা যায়।

 

সূত্র মতে, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের রিং ইউনিট ক্যাপাসিটির গড়ে ২০ মেট্রিক টন উৎপাদন চালু রয়েছে। আর রোটর ইউনিটে ৫০ শতাংশ চালু রয়েছে। সেখানে দৈনিক ১৬ মেট্রিক টন উৎপাদন হয়।

 

কোম্পানিটি জানিয়েছে, ৩৬ হাজার স্পিনডেলস রিং স্পিনিং ইউনিটের সম্প্রসারণের জন্য বিদ্যমান ৫০ শতাংশ রোটর ইউনিটের কাজ ২০১৮ সালের মে মাস থেকে বন্ধ রয়েছে।

 

কোম্পানিটি আশা করছে, বন্ধ থাকা ৫০ শতাংশ রোটর ইউনিটের কাজ আগামী ১ এপ্রিল চালু হবে।


এদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি লোকসানে রয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩৯ পয়সা।