সোনারগাঁও টেক্সটাইলসের ব্যবসা টেকা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলসের ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক মেসার্স জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।


কোম্পানির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিষ্ঠান।


নিরীক্ষকের অভিমত তুলে ধরে ডিএসই জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরে সোনারগাঁও টেক্সটাইলসের ৯ কোটি ৮৬ লাখ টাকা লোকসান হয়েছে। এতে ২০২০ সালের ৩০ জুন রিটেইন আর্নিংস (সংরক্ষিত আয়) ঋণাত্মক হয়ে পড়েছে। এ সময়ে কোম্পানিটির রিটেইন আর্নিংস দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ কোটি ৫৫ লাখ টাকা।


নিরীক্ষক জানিয়েছে, বড় লোকসান ও ঋণাত্মক রিটেইন আর্নিংসের পাশাপাশি কোম্পানিটির উৎপাদনও বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরি হয়েছে। 


এরপরও সোনারগাঁও টেক্সটাইলসের ব্যবসা চালিয়ে যাওয়া যাবে, এমন ধারণার ভিত্তিতে আর্থিক হিসাব তৈরি করেছে কোম্পানি কর্তৃপক্ষ। অথচ কোম্পানিটি ২ অর্থবছর লোকসান করেছে। এছাড়া মূল ম্যানেজেমেন্টে পরিবর্তন এসেছে। এমনকি বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে- অভিমত দিয়েছে নিরীক্ষক। 


১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁও টেক্সটাইলসের লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৯, ২০১০ ও ২০১১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর ২০১২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। 


এরপর ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। 


২৬ কোটি ৪৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৪৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৫৩ দশমিক ৬৫ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১ দশমিক ৮০ শতাংশ শেয়ার।