ক্ষতিপূরণ দিতে ব্রাজিলের প্রেসিডেন্টকে নির্দেশ

নারী সাংবাদিক প্যাত্রিসিয়া ক্যাম্পোসকে নিয়ে মানহানিকর মন্তব্যের জন্য ক্ষতিপূরণ দিতে ব্রাজিলের প্রেসিডেন্টকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

রবিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে তিন হাজার ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, তার (প্রেসিডেন্ট) সম্পর্কে নেতিবাচক তথ্য পাওয়ার জন্য একটি সূত্রকে যৌনকর্মের প্রস্তাব দিয়েছিলেন নারী সাংবাদিক প্যাত্রিসিয়া ক্যাম্পোস।

বিচারক বলেছেন, বলসোনারোর ওই মন্তব্য সাংবাদিকের মর্যাদা ক্ষুণ্ন করেছে। এ জন্য ব্রাজিলের প্রেসিডেন্টকে ক্ষতিপূরণ হিসেবে ওই সাংবাদিককে ২০ হাজার ব্রাজিলিয়ান রিয়েল (সাড়ে তিন হাজার ডলার) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।