অভিনেত্রী হলেও মনে সুখ নেই, সংসারে নেই আনন্দ
অভিনেত্রী শ্রীলেখা মানসিক
অবসাদে ভুগছেন। বিখ্যাত অভিনেত্রী হলেও তার মনে সুখ নেই, সংসারে আনন্দ নেই।
একাকীত্বে ভুগতে থাকা শ্রীলেখা একসময় মাদকাসক্তে হয়ে পড়েন। তার জীবনের মোড় ঘুরাতে
এগিয়ে আসে শঙ্খ। বদলে যায় সবকিছু।
এমন গল্পে তৈরি
হয়েছে সিনেমা ‘লুপ’। মৃন্ময় সরকারের পরিচালনায় এতে নাম ভূমিকায়
অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। সম্প্রতি শুটিং শেষ হয়েছে সিনেমাটির। এখন অপেক্ষা
মুক্তির।
বাস্তবেও কি অবসাদে ভুগেন শ্রীলেখা? এমন প্রশ্নের উত্তরে
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি চালাক নই, কিন্তু আমি বুদ্ধিমতী। আর বুদ্ধিমতী বলেই চারপাশের
মানুষের মুখ আর মুখোশের পার্থক্যটা বুঝি। যত সেই মুখোশগুলো খুলে যাচ্ছে, ততই আমি
নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু আমি এতে ভালো আছি। আমার খুব ছোট
পৃথিবী, সেই পৃথিবী নিয়ে আমি খুশি।
সিনেমার সঙ্গে
বাস্তবের শ্রীলেখার পার্থক্য তুলে ধরে এ অভিনেত্রী আরো বলেন, ‘ছবির
শ্রীলেখা অনিশ্চয়তায় ভোগেন। শ্রীলেখার মতো অনেকেই এই ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তায়
ভোগেন।
আর তাই তো তারা আজকাল কোনো না কোনো দলের কাছে নিজেদের বিক্রি করে দিচ্ছেন। শ্রীলেখা মিত্র কিন্তু কোনো অনিশ্চয়তায় ভোগেন না। কারণ আমি আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য করতে পারি, বাকিরা পারেন না।


