একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে : তথ্যমন্ত্রী

যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে
বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি রোববার (২৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, একাত্তর সালে যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের
বিরুদ্ধে পাকিস্তানকে সহযোগিতা করেছিল, আজকে যারা বাসে আগুন দিয়েছে। তাদেরকে নেতৃত্ব
দিচ্ছে তারাই যারা একাত্তর সালে আমাদের মা-বোনদের নির্যাতন করেছিল, গণহত্যায় অংশগ্রহণ
করেছিল তাদেরই পরবর্তী প্রজন্ম।


