আজ রাত ১২টায় আকাশে দেখা যাবে সুপারমুন

'চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে, উছলে পড়ে আলো' বাঁধভাঙ্গা চাঁদের হাসি দেখে যারা আপ্লুত-বিমোহিত হন তাদের জন্য আজ রোববার রাতটি হতে যাচ্ছে স্মৃতির পটে অক্ষয় করে রাখার মতো। আজকের আকাশে বাস্তব চাঁদের হাসির বাঁধ ভাঙবে, উছলে পড়বে আলোর ঝলকানি। বিরল এক মহাজাগতিক দৃশ্য অবলোকন করতে পারবে জগত্বাসী। মহাজাগতিক নিয়ম মেনে আজ চাঁদ চলে আসবে পৃথিবীর খুব কাছাকাছি। চাঁদকে দেখা যাবে তার স্বাভাবিক আকৃতি থেকে কয়েকগুণ বড়।

নাসার একটি বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাত ১২টার দিকে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। তার ফলে তা আমাদের চোখে হয়ে যাবে সুপারমুন। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসা জানিয়েছে, শনিবার (২৭ মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখা যাবে। এমন বড় আকারের চাঁদের নাম সুপারমুন দেওয়া হয়েছিল ১৯৭৯ সালে।