গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ঝুট গুদাম পুড়ে ছাই

শুক্রবার দিনগত রাত ১টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক
মো. আবদুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় প্রথমে একটি টিনশেডের
তৈরি ঝুট গুদামে আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো
হয়। আগুনে টিনশেডের ১০টি গুদাম ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও
ক্ষতির পরিমাণ জানা যায়নি।


