হাতাহাতির ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর বিজেপির
ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের মধ্যে
হাতাহাতি ও ধাক্কাধাক্কির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা
হয়েছে। বৃহস্পতিবার এ এফআইআর করেন বিজেপির সংসদ সদস্যরা।
রাহুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১১৭
(স্বেচ্ছায় গুরুতর আঘাত করা), ধারা ১২৫ (জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা
বিপন্ন করা), ধারা ১৩১ (অপরাধী বল প্রয়োগ), ধারা ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) এবং
৩(৫) (একাধিক ব্যক্তি মিলে সংগঠিত অপরাধ) ধারায় এফআইআর করা হয়েছে।
বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে কংগ্রেস ও বিজেপি
সংসদ সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে আহত হন দুই বিজেপি সংসদ সদস্য
প্রতাপচন্দ্র সারঙ্গী ও মুকেশ রাজপুত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর
সারঙ্গীর অভিযোগ, রাহুল গান্ধী তাকে ধাক্কা মেরেছেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার
বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর করেন বিজেপির অনুরাগ ঠাকুর, বাঁশুরি
স্বরাজ হেমাঙ্গ যোশীরা।
রাহুলের বিরুদ্ধে এফআইআর করার প্রসঙ্গে
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাহুল আমার বড় ভাই। ধাক্কাধাক্কি করা তার চরিত্রবিরোধী।
যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, কেউ তা বিশ্বাস করে না। আমি তার বোন হয়ে তা
জানি। সারাদেশও জানে।
রাহুল গান্ধী বলেন, আমরা হাউসে যাচ্ছিলাম, ওদের
সংসদ সদস্যরা আমাদের থামাতে গেটে দাঁড়িয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করে
ক্ষমা চাওয়া উচিত। সরকার মনোযোগ অন্য দিকে সরাতে চায়। মূল বিষয় হলো, আদানির
বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা রয়েছে, মোদি তার বন্ধুকে নিয়ে সংসদে আলোচনা
চান না। তাই এত কিছু করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দেশটির সাবেক মন্ত্রী বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্য ঘিরে দেশটির
পার্লামেন্টে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। এর মধ্যেই
পার্লামেন্টের বাইরে হাতাহাতির ঘটনা ঘটে।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক
চলাকালীন অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...।
এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ‘ফ্যাশন’
মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীদের দাবি, শাহ
যেভাবে ওই কথাগুলো বলেছেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। বুধবারই শাহের
বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন।
বৃহস্পতিবার শাহের বিরুদ্ধে একইভাবে প্রিভিলেজ মোশন আনেন কংগ্রেস সভাপতি
মল্লিকার্জুন খাড়গে।


