গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৭
গাজার দুটি স্কুলে বৃহস্পতিবার বিমান হামলা
চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে আশ্রয় নেওয়া অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহত
ছাড়াল ৪৫ হাজার ১৫০ জনে। হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা
জানিয়েছেন।
গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্কুল
দুটিতে উদ্বাস্তু ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। নিহতদের মধ্যে একটি স্কুলের পাঁচ
শিশু রয়েছে।
বরাবরের মতো কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েল দাবি
করছে, ওই আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের কার্যক্রম
পরিচালনা করছিল। মধ্যপ্রাচ্যে তাদের হামলার লক্ষ্যবস্তুতে নতুন করে যুক্ত হয়েছে
ইয়েমেনের নাম। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার
গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে
আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট
অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করা হয়েছে। বিবিসি।


