স্থায়ী ক্যাম্পাস ১০ বছরেও হয়নি, শিক্ষায় জোড়াতালি

রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১০ বছর পরও স্থায়ী ক্যাম্পাস পায়নি। জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। এতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতায় আলোর মুখ দেখছে না স্থায়ী ক্যাম্পাস।
২০১৪ সালে যাত্রা করে পাহাড়ের একমাত্র মেডিকেল কলেজটি। ইতোমধ্যে শহরের রাঙ্গাপানির হ্যাচারি এলাকায় কলেজের প্রস্তাবিত প্রায় ২৫ দশমিক ৯ একর জমি অধিগ্রহণের জন্য ৬২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ২০২০ সালে জমি বুঝে পেলেও স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।
জেনারেল হাসপাতাল সংলগ্ন সিসিইউর জন্য নির্মিত পাঁচ তলা ভবনে রাঙামাটি কলেজের অস্থায়ী ক্যাম্পাস করা হয়। এ ভবনে পাঠদানের জন্য ১৬টি শ্রেণিকক্ষের দরকার হলেও আছে মাত্র পাঁচটি। গাদাগাদি করে বসে ক্লাস করছেন শিক্ষার্থীরা। একটি বর্ষের ক্লাস শেষ হওয়ার আগেই অন্য বর্ষের শিক্ষার্থীরা ভিড় করেন। একইভাবে অন্তত ৯টি কক্ষ হলে শিক্ষকরা ঠিকঠাক বসতে পারেন। কিন্তু তাদের জন্য রয়েছে মাত্র দুটি কক্ষ। হাসপাতাল এলাকায় শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ছয়টি হোস্টেল ও দুটি ভাড়ায় হোস্টেল করা হলেও তা জরাজীর্ণ। নেই শিক্ষকদের জন্য আবাসন।
শিক্ষার্থী আতিক অনন্যা জানান, তাদের মেডিকেল কলেজে যে অস্থায়ী ভবন করা হয়েছে, তা পর্যাপ্ত নয়। সরকার স্থায়ী ক্যাম্পাস ছাড়াই কার্যক্রম চালু করেছে। এখন আন্দোলন করেও মিলছে না স্থায়ী ক্যাম্পাস। পাহাড়ি অঞ্চল হিসেবে ২৫০ কিংবা ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল থাকা উচিত বলে মনে করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, মেডিকেল কলেজে পঞ্চম ব্যাচ পর্যন্ত মোট ৩২৪ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক ৭৭ জন। এমবিবিএস শেষ করেছেন ১৮০ জন। প্রতি সেশনে শিক্ষার্থী ভর্তি হচ্ছেন ৭৫ জন।
হৃদরোগ বিভাগের শিক্ষক ডা. হাবিবুর রহমান চৌধুরী বলেন, ১০ বছর কম সময় নয়। শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারে না। আমাদের কথা বাদই দিলাম। নেই আবাসন। এতে পাঠদান ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, আমরা জমি অধিগ্রহণ করেছি। রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদনের পর পরিকল্পনা কমিশনে যাবে। এর পর কাজ শুরু করা সম্ভব হবে