রিজার্ভের শর্ত শিথিল করল আইএমএফ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের শর্ত আরও
শিথিল করল আইএমএফ। ২০২৬ সালের ডিসেম্বর শেষে ন্যূনতম নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা
ছিল ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। সেটি কমিয়ে এখন ১৭ দশমিক ২৮ বিলিয়ন ডলার নির্ধারণ
করা হয়েছে। এছাড়া চলতি ডিসেম্বর শেষে ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার সংরক্ষণ করার শর্ত
ছিল। গত সোমবার তা ছিল ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে এটিকে আইএমএফের কিস্তি ছাড়ের
অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়নি।
আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের পরবর্তী কিস্তি
ছাড়ের আগে বিভিন্ন শর্তের অগ্রগতি পর্যালোচনায় একটি টিম ঢাকায় এসেছে। গতকাল ছিল এই
টিমের সমাপনী বৈঠক। সেখানে মোটাদাগে কয়েকটি বিষয় পরিপালনে জোর দেওয়ার পরামর্শ
দেওয়া হয়েছে। বিশেষ করে বিনিময় হার আরও বাজারভিত্তিক করতে বলা হয়েছে। এক্ষেত্রে দর
নির্ধারণে নতুন একটি পদ্ধতি চালু করা হবে। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে ইতোমধ্যে যে
সাড়ে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, ধীরে ধীরে তা উঠিয়ে আনতে বলা হয়েছে। একই
সঙ্গে নতুন করে এমন কোনো উপাদান বাজারে ছাড়া যাবে না, যার মাধ্যমে টাকার সরবরাহ
বেড়ে মূল্যস্ফীতি উস্কে যায়। মুদ্রানীতির নতুন একটি ফ্রেমওয়ার্ক করতে বলা হয়েছে।
বেশির ভাগ শর্ত পরিপালন করতে হবে আগামী মার্চ থেকে। এছাড়া নিয়মিতভাবে অর্থনীতির
বিভিন্ন সূচকের তথ্য চেয়েছে আইএমএফ।
বৈঠকে রিজার্ভের লক্ষ্যমাত্রা কমানোর কারণ
হিসেবে বলা হয়, বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ এবং
রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিনিময় হার
বাজারভিত্তিক করতে দ্রুত নতুন ব্যবস্থা চালু করতে হবে। সরকারের কাছে যেসব সুপারিশ
দিয়েছে সংস্থাটি তার একটি হলো– বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। এছাড়া রাজস্ব খাতে
সংস্কারসহ বিভিন্ন শর্ত পরিপালন করতে হবে।
আইএমএফ রিজার্ভের শর্তে ছাড় দিলেও বাজার থেকে
ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত কয়েকদিনে বাণিজ্যিক ব্যাংক থেকে
ডলার কেনায় দীর্ঘদিন স্থিতিশীল থাকা ডলারের দর বাড়ছে। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে
এখন ১২৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে কোনো কোনো ব্যাংক। গত এক মাসে চার
দিনে রিজার্ভ প্রায় ১৩৪ কোটি ডলার বেড়ে বিপিএম৬ অনুযায়ী গত ১৫ ডিসেম্বর ১৯ দশমিক
৮০ বিলিয়ন ডলারে উঠেছে। আকুতে পরিশোধের পর গত ১১ নভেম্বর রিজার্ভ নেমেছিল ১৮ দশমিক
৪৬ বিলিয়ন ডলারে।


