রেললাইন থেকে সরে গেল শ্রমিকরা, ট্রেন চলাচল শুরু

বকেয়া বেতন ও চাক‌রি স্থায়ীকর‌ণের দা‌বি‌তে রাজধানীর কাওরানবাজা‌রে রেলপথ অব‌রোধ ক‌রে‌ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টিএলআর)। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকরা। তবে আধা ঘণ্টা পর রেললাইন থেকে সরে যান তারা। এতে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।