ঢাকার অধিকাংশ পুকুরই দখল-দূষণে সংকটাপন্ন

 ঢাকা নগরীর অধিকাংশ পুকুরের পানি দূষিত। পাড় দখল, বর্জ্য ফেলে দূষণ, রক্ষণাবেক্ষণের অভাবসহ রয়েছে মালিকানা নিয়ে সমস্যা। পুকুর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে; রয়েছে অবৈধ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও। পুকুরের রক্ষণাবেক্ষণ নিয়ে রয়েছে জটিলতা। রক্ষণাবেক্ষণ কমিটিতে নেই স্থানীয়দের অংশগ্রহণ।

রাজধানীর আটটি পুকুর নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাকক্ষে স্থানীয় পর্যায়ে শহুরে পুকুর ব্যবস্থাপনা ও অংশীজনের ভূমিকা শীর্ষক কর্মশালায় গবেষণার তথ্য তুলে ধরা হয়।

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের লেভেল-৪, টার্ম-২-এর শিক্ষার্থীরা আটটি গ্রুপে ভাগ হয়ে এ গবেষণা চালান। পুকুরগুলো হলো এলেনবাড়ি পুকুর, লালমাটিয়া বিবি মসজিদ পুকুর, বংশাল পুকুর, টিকাটুলী এনটিআরএস পুকুর, সিক্কাটুলী পুকুর, আলুবাজার পুকুর, গোল তালাব পুকুর এবং কালীবাড়ি পুকুর। তিন শিক্ষার্থী আহমেদ ফারওয়া মাহরাফ সিদ্দিকী, অনিকা তাসনিম ও মিমোসা আহমেদ গবেষণায় পাওয়া তথ্যগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। 

শিক্ষার্থীরা জানান, আলুবাজার পুকুরে বর্জ্য দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। বংশাল পুকুরে পাড় দখল, গাছপালা না থাকাসহ স্থানীয় লোকজনও স্বেচ্ছায় পুকুর রক্ষার কমিটিতে থাকতে চান না। গোল তালাব পুকুরের পাড়ে অবৈধ পার্কিংসহ সব সময় মানুষের ভিড় লেগে থাকে। সিক্কাটুলী পুকুরে বর্জ্য দূষণের সঙ্গে রয়েছে মালিকানা সমস্যা। টিকাটুলী পুকুরে পানি দূষণের পাশাপাশি চলে নানা অসামাজিক কার্যকলাপ। এলেনবাড়ি পুকুরের পানিও অপরিষ্কার। কালীবাড়ি পুকুরের পাড় ভেঙে যাচ্ছে, পানিও দূষিত। আর লালমাটিয়া বিবির মসজিদ পুকুরে দূষিত পানির সঙ্গে রয়েছে মশা ও কীটপতঙ্গ।

তিন শিক্ষার্থী স্থানীয় জনগণকে পুকুর ব্যবস্থাপনা কমিটিতে সম্পৃক্ত করাসহ কয়েক দফা সুপারিশ জানান। উল্লেখযোগ্য সুপারিশ হলো পুকুর পাড়ে বসার বা হাঁটার ব্যবস্থা করা, নিরাপত্তা নিশ্চিত করতে পাড়ে আলোর ব্যবস্থা করা, বর্জ্য ফেলা বন্ধ, প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, দোষীদের শাস্তির ব্যবস্থা ও পুকুরকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের কাছে জবাবদিহি নিশ্চিতের প্রস্তাব দেন।

শিক্ষার্থীদের দেওয়া এসব সুপারিশের বাইরে কর্মশালায় অংশ নেওয়া অংশীজনের আলোচনায় আরও কিছু প্রস্তাব উঠে আসে। প্রস্তাবনার মধ্যে পুকুরগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, শোভাবর্ধন, পয়োবর্জ্যের নালা এবং অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) অপসারণের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি পুকুরে মাছ ধরা, সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে পুকুরকেন্দ্রিক কাজে উৎসাহী করার প্রস্তাব দেওয়া হয়। মালিকানা নিয়ে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের সাহায্য চাওয়া হয়।
কর্মশালায় উপস্থিত রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, বিভিন্ন সময় পুকুর ভরাট হচ্ছে; নির্মাণ করা হচ্ছে স্থাপনা।

রাজউকের উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা বলেন, সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তি হয়েছে। এতে ৫৫টি খাস পুকুর হস্তান্তর করা হয়েছে। ওই চুক্তির আওতায় রাজউক পুকুর সংরক্ষণ-সংক্রান্ত একটি প্রকল্পের উদ্যোগ নিয়েছে। 

কর্মশালায় সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম। এ সময় গবেষণার পুকুরগুলোর ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।