রাজধানী পরিবহনের ৩০টি বাস আটক জাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর সঙ্গে চালকের সহকারীর দুর্ব্যবহারের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ৩০টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আরিচাগামী লেনে চলাচলকারী রাজধানী পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন তারা। 

শাহামিনা দিতি নামে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম ব্যাচের ওই শিক্ষার্থীর অভিযোগ, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে ওঠেন। এর পরপরই চালকের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। স্টুডেন্ট ভাড়া দেওয়ার পর এ নিয়েও কটু কথা শোনান। এর পর নবীনগর স্মৃতিসৌধ এলাকায় বাসটি দীর্ঘ সময় থামিয়ে রাখলে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে চালকের সহকারী ফের দুর্ব্যবহার করলে তিনি কল করে বিষয়টি বন্ধুদের জানান। 

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাজধানী পরিবহনের বাসগুলো থামিয়ে চাবি কেড়ে নিচ্ছেন এক দল শিক্ষার্থী। বাসের যাত্রীদেরও নামিয়ে দেওয়া হচ্ছে। 

এ সময় এক যাত্রী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, মিরপুর থেকে প্রতিদিন কালিয়াকৈর এলাকায় যাতায়াত করি। প্রায়ই দেখি এভাবে বাস আটক করেন শিক্ষার্থীরা। রাস্তার মধ্যে এভাবে বাস থেকে নামিয়ে দিলে আমাদের যে ভোগান্তিতে পড়তে হয়, সেটা কেউ দেখে না। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ জিন্নাহ বলেন, আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।