একই শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

ময়মনসিংহের ভালুকায় ফ‍্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সাগর ইসলাম (২২) ও তার স্ত্রী নূপুর (১৯)। সাগরের বাড়ি দিনাজপুর জেলায় আর নূপুর নেত্রকোনা জেলার মদন উপজেলার বাসিন্দা ছিলেন। 

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই মাস আগে এ দম্পতি মাস্টারবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় উঠে। গতকাল তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।