আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে নোঙর করে আছে চারটি
ফেরি। এতে যাত্রী ও যানবাহন শ্রমিকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
জানা গেছে, গতকাল বুধবার রাত ২টার পর থেকে
কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই
দেখা যাচ্ছিল না। পরে রাত ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ
বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের
(বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কাযার্লয়ের উপমহাব্যবস্থাপক মো. নাসির মাহমুদ
চৌধুরী বলেন, কুয়াশার কারণে বুধবার রাত ১১টার পর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি
চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও কিষাণী যাত্রী ও যানবাহন
নিয়ে যমুনা নদীর মাঝখানে নোঙর করে রয়েছে।
এদিকে কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর ৩টা থেকে
পাটুরিয়া-দৌলতদিয়া নোপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুটি রো-রো ফেরি- শাহ পরান ও
এনায়েতপুরী পদ্মা নদীর মাঝে নোঙর করে আছে।
নাসির মাহমুদ জানান, গত তিন দিন ধরে সন্ধ্যার পর
পরই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা থাকছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও
বাড়তে থাকে। এসময় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূ্র্ণ হয়ে
পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে
কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে নোঙর করে আছে চারটি
ফেরি। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।