কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে
তানভীর হোসেন সিহাব (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে
উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা
ঘটে।
নিহত তানভীর, উপজেলার মৌচাক জামতলা পূর্ব পাড়া
এলাকার নান্নু হোসেনের ছেলে। তিনি উত্তরার বায়িং হাউজে চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার
ভোর ৫টার দিকে নিহত ওই যুবক নিজ বাসা থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন এ সময়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেইটের সামনে আসলে ৫-৬ জন
অজ্ঞাতনামা ব্যক্তি ওই যুবকের গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে
দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি মৌচাক ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ
লাশ উদ্ধারে গড়িমসি করেন। এদিকে লাশ উদ্ধার করতে হাইওয়ে পুলিশের ওপর দায়িত্ব
পালনে একে অপরকে দোষারোপ করেন। পরে মৌচাক পুলিশ ফাঁড়ি সকাল ৯টার দিকে ঘটনাস্থলে
থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, খবর
পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ
ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।