জবি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থাসহ
স্কলারশিপ সুবিধা দিতে আস সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই
করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ও আস-সুন্নাহ
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর উপস্থিতিতে এ চুক্তি হয়।
সমঝোতা স্মারক থেকে জানা যায়, প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর
জন্য ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে
বসুন্ধরা রিভারভিউয়ে এ আবাসনের ব্যবস্থা করা হবে। সেখানে উন্নতমানের লাইব্রেরি
সুবিধা ও কম্পিউটার ল্যাব থাকবে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার জন্য আইইএলটিএসের
ব্যবস্থা ও নানা ধরনের সফট স্কিলের অর্জনের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন
শিক্ষা-প্রশিক্ষণ কোর্স সুবিধা দেওয়া হবে। অস্থায়ী এই আবাসন থেকে ক্যাম্পাসে
যাতায়াতের পরিবহন ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে।
এ বিষয়ে
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা চাই, এই হলে কোনো
রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হবে না। ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা নিশ্চিত
করার এই যাত্রা আমরা ৫ হাজারে উন্নীত করতে চাই। শুধু জগন্নাথয়ই নয়, দেশের অন্য
বিশ্ববিদ্যালয়গুলোর আবাসন সংকট সমাধানেও কাজ করে যাব ইনশাআল্লাহ।
উপাচার্য
অধ্যাপক রেজাউল করিম বলেন, আস সুন্নাহ-এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের যে
যাত্রা শুরু হলো, তা অব্যহত থাকবে বলে আশা রাখি।