নির্মাণ খাত ছাড়া অন্যান্য প্রধান অর্থনৈতিক খাতে সম্প্রসারণ হচ্ছে

গেল নভেম্বর মাসে দেশের নির্মাণ খাত ছাড়া অন্যান্য প্রধান অর্থনৈতিক খাতগুলোতে সম্প্রসারণের দিকে এগিয়েছে। তবে সামনের দিকগুলোতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, অর্থনীতি এখনো বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া- সংক্রান্ত অনিশ্চয়তার সম্মুখীন। সেইসঙ্গে শিল্প খাতে বিভিন্ন প্রতিবাদের কারণে এই খাতে সম্প্রসারণ বিঘ্ন হতে পারে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) 'বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স' ইনডেক্স (পিএমআই) নভেম্বর প্রতিবেদন প্রকাশ করেছে। এতে এই তথ্য উঠে এসেছে। পিএমআই মূলত দেশের অর্থনৈতিক অবস্থার সময়োপযোগী ও সঠিক বিশ্লেষণ প্রদান করে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জের মাধ্যমে সিংগাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)- এর কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে। প্রতি মাসেই এই সূচক প্রতিবেদন প্রকাশ করা হয়। 

নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর অক্টোবরের তুলনায় ৬ দশমিক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬২ দশমিক ২-এ পৌঁছেছে; যা দ্রুত সম্প্রসারণের হার নির্দেশ করে। মূলত কৃষি, উৎপাদন এবং সেবা খাতের দ্রুত সম্প্রসারণের ফলে পিএমআই বেড়েছে। তবে নির্মাণ খাত সংকোচনে ফিরে গেছে।

কৃষি খাত: বিশ্লেষণে বলা হয়েছে, এই সময়ে দেশে কৃষি খাত সম্প্রসারণের হার বেড়েছে। নতুন ব্যবসা এবং ব্যাবসায়িক কার্যক্রম সূচকের দ্রুত সম্প্রসারণ হয়েছে। তবে, কর্মসংস্থান সূচক ধীর সংকোচন এবং অর্ডার ব্যাকলগ সূচক দ্রুত সংকোচন প্রদর্শন করেছে।

উৎপাদন খাত: উৎপাদন খাত তৃতীয় মাসের সম্প্রসারণের হার বৃদ্ধি করেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানা উৎপাদন, ইনপুট ক্রয় এবং ইনপুট মূল্য সূচকের সম্প্রসারণের তথ্য উঠে এসেছে। উৎপাদিত পণ্য, আমদানি, কর্মসংস্থান এবং সরবরাহকারীর ডেলিভারির জন্য প্রথম বার সম্প্রসারণ সূচক রেকর্ড করা হয়েছে। অর্ডার ব্যাকলগ সূচক ধীর সংকোচন হার দেখিয়েছে। তবে নির্মাণ খাত আগের মাসের সামান্য সম্প্রসারণের পর নভেম্বর মাসে সংকোচনে ফিরে গেছে। ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচকের জন্য সংকোচন রেকর্ড করা হয়েছে।

সেবা খাত: সেবা খাত দ্বিতীয় মাসের সম্প্রসারণের হার বৃদ্ধি করেছে। নতুন ব্যবসা, ব্যাবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচকের দ্রুত সম্প্রসারণ হয়েছে। ইনপুট খরচ সূচক ধীর সম্প্রসারণ হার দেখিয়েছে, এবং কর্মসংস্থান সূচক সম্প্রসারণে ফিরে এসেছে।

ভবিষ্যৎ ব্যবসা সূচক বিষয়ে বলা হয়েছে, কৃষি, নির্মাণ এবং সেবা খাতের জন্য দ্রুত সম্প্রসারণ হার রেকর্ড করা হয়েছে, তবে উৎপাদন খাতের সম্প্রসারণের হার ধীর হয়েছে। পিএমআই রিপোর্টে দেখা যাচ্ছে যে, টানা তিন মাসের সংকোচনের পর বাংলাদেশ অর্থনীতি দ্বিতীয় মাসে ধীরে ধীরে সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, অর্থনীতি এখনো বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া-সংক্রান্ত অনিশ্চয়তা এবং শিল্প ও অন্যান্য প্রতিবাদের কারণে সৃষ্ট বিঘ্নের মুখোমুখি।