বিয়ে করতে না চাওয়ায় হাত পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা

চাকরির প্রলোভনে প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তরুণী সাবিনা আক্তারের (২৫)। একপর্যায় অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিতে থাকেন নজরুলকে। চাকরি না দেওয়া ও বিয়ে না করায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে নজরুলকে হত্যা করেন সাবিনা। প্রথমে শিল দিয়ে নজরুলের মাথায় আঘাত করা হয়। পরে হাত-পা ও মুখ বেঁধে ছুরির আঘাতে হত্যা করা হয়।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়। 

গত শনিবার যশোরের বাঘারপাড়ার মির্জাপুর মধ্যপাড়া থেকে সাবিনাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গত বুধবার রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার আরনডি রোডের ৬৬/১ নম্বর এশিয়া টাওয়ারের পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে হাত, পা, মুখ বাঁধা ও গোপনাঙ্গ কাটা অবস্থায় নজরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ফুলদানির ভাঙা অংশ, ধারালো চাকু ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই চকবাজার থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই তহিদুল ইসলাম ওরফে তাপস।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবিনাকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাবিনা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। 
ডিসি জসীম উদ্দিন বলেন, ঘটনার প্রায় এক মাস আগে নজরুলের সঙ্গে সাবিনার পরিচয় হয়। একপর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রী-সন্তান বাসায় না থাকায় নজরুল তাঁকে ২ ডিসেম্বর রাতে বাসায় ডেকে নেন। পরে তারা একসঙ্গে রাতে বাসায় অবস্থান করেন। এ সময় চাকরি ও বিয়ে নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাবিনা ক্ষিপ্ত হয়ে ভোরে শিল দিয়ে নজরুলের মাথায় আঘাত করেন। পরে মুখে বালিশচাপা দিলে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে নজরুল। এরপর নিহতের হাত, পা ও মুখ বেঁধে চাকু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ক্ষোভে তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলেন।

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন বলেন, গ্রেপ্তার সাবিনার তথ্যে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা শিল ও ঘটনার দিন তাঁর পরিহিত বোরকা উদ্ধার করা হয়েছে। তাঁকে রোববার আদালতে তোলা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত সাবিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।