প্রকল্পের কারণে পরিবেশ নষ্ট করা যাবে না

জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের দাবি করেছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা। দ্বিতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশের শেষ দিন গতকাল রোববার এসব দাবি তুলে ধরে সংগঠনটি। এ ছাড়া প্রকল্পের কারণে পরিবেশ-সম্পদ নষ্ট না করার আহ্বানও জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পের কারণে কখনও স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র ও জনসাধারণের সম্পদ নষ্ট করা যাবে না। কোম্পানি বা সংস্থাকে আইনগতভাবে দায়বদ্ধ করতে হবে, যাতে তাদের কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তারা ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি রোডম্যাপ করে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে যেতে হবে।

উপকূলীয়সহ ঝুঁকিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পের নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকা হারাচ্ছেন। লবণ, তরমুজ, পানের মতো ফসলও হারিয়ে যাচ্ছে। এ অবস্থায় যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার কথা, সেখানে এর বিস্তার করার জন্য কাজ করছে সরকার। জলবায়ু-সংক্রান্ত ঋণের বোঝাও প্রতিনিয়ত বাড়ছে।

জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা তৈরি, জলবায়ু পরিবর্তন ও উন্নয়নগত চাপের প্রভাবের সঠিক মূল্যায়ন, পরিবেশগত ও সামাজিক সুরক্ষা, লিঙ্গ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত, বাঁধ সংস্কার ও শক্তিশালী করা, বাঁধনির্ভর নগরায়ণ থেকে বেরিয়ে আসা, বাঁধ ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সম্পূর্ণ তথ্য প্রকাশ করা, কৃষক ও মৎস্যজীবীদের জীবিকা উৎস পুনরুদ্ধার করা, বিকল্প জীবিকার উৎস নিশ্চিত করা, কয়লাচালিত সব বিদ্যুৎকেন্দ্র পরিত্যাগের রোডম্যাপ প্রণয়ন, নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে যাওয়া, দেশের উপকূল এবং বিভিন্ন স্থানে পানি, বায়ু ও মাটিদূষণ অবিলম্বে বন্ধ করার দাবি জানায় সংগঠনটি।