রামপুরায় পদযাত্রা আটকে দিল পুলিশ, ভারতীয় দূতাবাসে যাচ্ছেন ৬ প্রতিনিধি
ভারতীয় দূতাবাস অভিমুখে
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। পরে স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩ সংগঠনের ৬ জন
প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে যাওয়ার জন্য প্রস্তাব দেয় পুলিশ। প্রস্তাবে
রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয়
দূতাবাসের উদ্দেশে রওনা হয়েছেন।
৬ প্রতিনিধি হলেন-
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
রোববার দুপুর পৌনে ১টার
দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১২টা ৩৫
মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয় পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল,
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি
প্রদান কর্মসূচিটি শুরু হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে
সকাল সাড়ে ৯টা থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার
নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা ‘দিল্লি
না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এমন নানা স্লোগান দেন।
সংগঠন তিনটির নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয়
পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে গেছে।
পদযাত্রা শুরুর আগে
সংক্ষিপ্ত সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র
যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
পদযাত্রায় অংশ নেন,
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম
নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান,
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
প্রমুখ।