বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, ভর্তি হাসপাতালে

বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চা হাজী এলাকায়।

আক্রান্ত যুবকের নাম হেলাল শেখ। তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত যুবকের মাথায় আঘাত লেগেছে। এতে তিনি গুরতর আহত হয়েছেন। তার মাথা ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে।

বিএসএফ দাবি করছে, আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত। গরু পাচারের সময় সীমান্তরক্ষীরা তাকে লক্ষ্য করে গুলি করে। আহত অবস্থায় যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ।

তবে অভিযুক্ত হেলাল শেখ বলেন, বাংলাদেশের লালমনিহাট জেলা থেকে তিনি ভারতে আসেন। সেসময় সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী। পরে তাকে দেখামাত্র গুলি করে বিএসএফ।

তিনি আরও জানান, তিনি তার শ্বশুরবাড়িতে এসেছিলেন। কিন্তু গরু পাচারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।