মাওলানা সাদের আসার অনুমতি দাবিতে স্মারকলিপি
বিশ্ব ইজতেমায় ভারতের
মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিকে আসার অনুমতি দেওয়ার দাবিতে সারাদেশে স্মারকলিপি
দিয়েছেন তাঁর অনুসারীরা। গতকাল সোমবার ঢাকাসহ ৬৪ জেলার প্রশাসক ও ঢাকা মহানগরের সব
থানার ওসিকে স্মারকলিপি দেন তাবলিগ জামাতের সাদপন্থিরা।
স্মারকলিপিতে বলা হয়,
আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
মাওলানা যুবায়ের আহাম্মদের নেতৃত্বাধীন অংশ এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত
ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন। সাদ কান্ধলভি
বাংলাদেশে এলে ৫০ হাজার বিদেশি মেহমান উপস্থিত হবেন এবং তা সত্যিকারের বিশ্ব
ইজতেমায় রূপ নেবে। তাঁকে বাংলাদেশে আসার ভিসা দিতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করা
হয়।
এদিকে মাওলানা সাদ
কান্ধলভি সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে হেফাজতে ইসলামের আমির
মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল
মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন মো. যুবায়ের হোসেন নামে
মাওলানা সাদের এক অনুসারী। মামলার বিষয়ে আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বলেন, তারা
ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে গত রোববার মামলার আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করে
আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল-সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।
অভিযোগ করা হয়, গত ৫
নভেম্বর বিবাদীরাসহ কিছু আলেম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভি
সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে ইসলামী এই চিন্তাবিদের
সামাজিক সুনাম ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।


