দুইশ’ ছাড়ানো লিড বাংলাদেশের, চ্যালেঞ্জিং টার্গেট কত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয়
টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংসে ৬৫ ওভার খেলে ১৪৬ রানে অলআউট হয়। প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড আদায়
করে সফরকারিরা।
এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা সেট
হয়ে সাজঘরে ফিরেছেন। তবে টুকটাক রান করেছেন সাদমান ইসলাম, শাহাদাত হোসেন, লিটন
দাসরা। এতে বাংলাদেশ তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯৩ রান তুলে দিন শেষ করেছে।
বাংলাদেশ ২১১ রানের লিড নিয়েছে। কিংসমিডের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের পূর্বে
সর্বোচ্চ ২১২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনার মাহমুদুল জয়
শূন্য করে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন সাদমান ও শাহাদাত।
ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল। তার জায়গায় নেমে শাহাদাত ২৮ রান
করে ফিরে যান।
প্রথম ইনিংসে ফিফটি করা সাদমান দ্বিতীয় ইনিংসে
৪৬ রান করে আউট হন। পরে মেহেদী মিরাজ সাজঘরে ফেরেন ৪২ রান করে। গ্রেভর্সের দারুণ
কাটারে লিটন দাস বোল্ড হন ২৫ রান করে। পরে জাকের আলী ২৯ রান ও তাইজুল ইসলাম ৯ রান
করে দিন শেষ করেন। বাংলাদেশ দলের লক্ষ্য থাকতে লিড অন্তত ২৫০ রানে নেওয়ার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেসি কার্টি ৪০ রান
করে আউট হয়েছেন। মাইকেল লুইস ১২ রান করে আউট হন। অধিনায় ও ওপেনার ক্রেগ ব্রাথওয়েট
৩৯ রান করেন। কাভেম হগ ৩, আথানেজ ২ ও জাস্টিন গ্রেভর্স ২ রান করে আউট হন।
বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা ৫ উইকেট
নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনার
সাদমান ৬৪ রানের ইনিংস খেলেন। শাহাদাত হোসেন দিপু ২২ রান যোগ করেন। অধিনায়ক মিরাজ
৩৬ রান ও তাইজুল ১৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ৪টি ও শামার
জোসেপ ৩ উইকেট তুলে নেন।


