মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না বাংলাদেশি নারী
ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। তবে টাইগ্রেস এই ব্যাটারের ৮৯ বলে ৯৬ রানের
দুর্দান্ত ইনিংসে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা ঠিকই
পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান
তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে বুধবার
(২৭ নভেম্বর) ঘরের মাঠে আইরিশ মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম
ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচের শুরু থেকেই সতর্কভাবে এগোচ্ছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ৫৯ রানের জুটি
ভেঙে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। ৩৮ রান করেন তিনি। তিনে নামা সুপ্তা
দারুণ ছন্দে ছিলেন। একপাশে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন
আরেক ওপেনার ফারজানা হক পিংকি। ৬১ রান করা পিংকি ফিরলেও রানের চাকা এগিয়ে নেন
সুপ্তা।
অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটিতে সেঞ্চুরির খুব কাছে চলে যান
তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হতে গিয়েও হয়নি তার। ৯৬ রানে
থামতে হলো। তখনো ইনিংসের ৭ বল বাকি। অবশ্য সুপ্তার একটি সেঞ্চুরি আছে
যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তবে সেটা আবার লিস্ট ‘এ’। কেননা যুক্তরাষ্ট্রের ওয়ানডে
স্ট্যাটাস নেই।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। এতদিন
পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।