পরিবেশ রক্ষায় আশা জাগাচ্ছে তাঁতশিল্পের মিনি ইটিপি
তাঁত ও এ-সংশ্লিষ্ট কারখানায় তরল বর্জ্য
ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব সমাধান মিনি ইটিপি আশার আলো দেখাচ্ছে। সিরাজগঞ্জ সদর,
কামারখন্দ ও বেলকুচি উপজেলায় বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের
(পিকেএসএফ) পরিচালনায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় তাঁত
উপপ্রকল্পের অধীনে চারজন উদ্যোক্তা তাদের কারখানায় মিনি ইটিপি স্থাপন
করেছেন।
এ উদ্যোক্তারা এসইপি তাঁত উপপ্রকল্পের আওতায়
এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনে আর্থিক সহযোগিতা পেয়েছেন। তবে
ইটিপি স্থাপনে অন্যদের আগ্রহী করা না গেলে পরিবেশবান্ধব ব্যবস্থা ধরে রেখে ব্যবসা
পরিচালনা কঠিন হবে বলে জানিয়েছেন ইটিপি স্থাপনকারী উদ্যোক্তারা।
বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামে মেসার্স মা
কালী ডাইংয়ের মালিক আশিষ কুমার চক্রবর্তী বলেন, ‘পরিবেশের কথা চিন্তা
করে ইটিপি বসানোর সিদ্ধান্ত নিই। এক বছর ধরে তা চলছে। এটি স্থাপনে ২২ লাখ টাকা
বিনিয়োগ করতে হয়েছে। সবাই এটি করলে সুফল আরও বেশি পাওয়া যেত। বিশ্বব্যাংক,
পিকেএসএফ, এনডিপি ও পরিবেশ অধিদপ্তর উদ্যোগী হলে ব্যবসার পরিবেশ আরও সুন্দর হতো।’
টেকসই ও পরিবেশসম্মত ব্যবসায় উদ্যোগ বাড়াতে ২০১৯
সাল থেকে ১৩ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে বিশ্বব্যাংক এবং পিকেএসএফ। এর
অধীনে সারাদেশে ৬৪টি উপপ্রকল্প রয়েছে। এর মধ্যে এসইপি তাঁত উপপ্রকল্প একটি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য
অনুসারে, দেশে তাঁতবস্ত্র উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা সিরাজগঞ্জ। দেশের মোট তাঁতের
সাড়ে ৮ শতাংশ রয়েছে সিরাজগঞ্জে। জেলার ৯টি উপজেলার ২২৫টি কারখানায় তাঁত রয়েছে ৯
হাজার ৭৬৫টি। ডাইং কারখানা আছে প্রায় তিনশ। কারখানাগুলোর মালিকরা পরিবেশ বিষয়ে
তেমন সচেতন না হওয়ায় এবং নির্মাণ ব্যয় বেশি হওয়ায় ইটিপি স্থাপনে আগ্রহ দেখান না।
প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান বলেন, ‘ইটিপি
স্থাপনকারী উদ্যোক্তারা পরিবেশ রক্ষার চিন্তা থেকে তা স্থাপন করেছেন এবং আশপাশের
পরিবেশ রক্ষায় এরই মধ্যে ইটিপি কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও কিছু চ্যালেঞ্জের
সম্মুখীন হচ্ছেন। প্রথমত, আইনি কিছু সীমাবদ্ধতার কারণে পরিবেশ অধিদপ্তর থেকে
ছাড়পত্র পাচ্ছেন না। দ্বিতীয়ত, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতেও তাদের কিছু
সমস্যা হচ্ছে। ইটিপির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বাবদ মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা
খরচ হয়। উদ্যোক্তাদের পরামর্শ হচ্ছে, পরিবেশ রক্ষায় অতিরিক্ত খরচ হলেও যদি এলাকার
সব ডাইং কারখানায় ইটিপি স্থাপনে পরিবেশ অধিদপ্তর, পিকেএসএফ ও এনডিপি সমন্বিতভাবে
সচেতনতা বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রে কাজ করে, তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি তাদের
ব্যবসাও রক্ষা পাবে।’
মো. আশরাফুজ্জামান বলেন, ‘দিনে
৩, ৫ ও ১০ হাজার লিটার সক্ষমতার তিন ধরনের ইটিপির নকশা তৈরি করেছি আমরা। এরই মধ্যে
তিন উপজেলার চার কারখানাতে ছোট বা মিনি ইটিপি স্থাপন করা হয়েছে। আরও কয়েকজন ইটিপি
বসাতে চান বলে আগ্রহ দেখিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’
পিকেএসএফের কর্মকর্তারা বলছেন, তাঁত অধ্যুষিত
এলাকায় শব্দ, মাটি, পানি ও বায়ুদূষণ সাধারণ ঘটনা। জেলার তামাই ও বেলকুচি এলাকার
ছোট-বড় ২৭৫টি ডাইং ও প্রসেসিং কারখানায় দৈনিক গড়ে ১ হাজার লিটার তরল বর্জ্য উৎপাদন
হয়, যা কোনো রকম শোধন ছাড়াই আশপাশের জলাশয়ে পড়ছে। এ প্রসঙ্গে মা কালী কালার
ডাইংয়ের স্বত্বাধিকারী আশিস কুমার বলেন, ‘পরিবেশ দূষণ কমাতে
আত্মোপলব্ধি থেকেই আমি ইটিপি স্থাপনে উদ্যোগ নিয়েছিলাম। ইটিপি স্থাপনের আগে যে
পুকুরে বর্জ্য ফেলে দূষিত করেছিলাম, সেটির পানি এখন একদম স্বচ্ছ। সেখানে মাছ ও
হাঁস চাষের পরিকল্পনা করছি।’
পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল
কাদের বলেন, ‘বেলকুচিতে ছোট ছোট অনেক তাঁতের ব্যবসা আছে। অনেক রং কারখানা রয়েছে।
এসব রাসায়নিক পরিবেশ দূষণ করে। আইন প্রয়োগের জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।’