৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলেও টাকা তোলার সিদ্ধান্ত

আন্তঃব্যাংক বিশেষ ধারে আশানুরূপ সাড়া না পেয়ে দুর্বল ব্যাংকগুলোকে সরাসরি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই টাকা যেন বাজারে মূল্যস্ফীতি উস্কে না দেয়, সে জন্য একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তোলা হচ্ছে।

এ ক্ষেত্রে ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বিলের পর এবার ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের মাধ্যমে টাকা তোলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত জানায়।

এদিকে ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের দুই নিলামে বাজার থেকে তোলা হয়েছে ৯৫৩ কোটি টাকা। এর মধ্যে গতকাল বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে ৪৫২ কোটি টাকা উত্তোলন করা হয়। এতে ১১টি ব্যাংক অংশ নেয়; যেখানে গড় সুদের হার ছিল ১১ দশমিক ১০ শতাংশ। এর আগে গত ২০ নভেম্বর ১১ থেকে ১১ দশমিক ১০ শতাংশ সুদে তোলা হয় ৫০১ কোটি টাকা।

বিগত সরকারের সময় এস আলম গ্রুপ সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে এসব ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ বের করে পাচার করে। কোনো ধরনের আইন না মেনে ব্যাংকগুলোকে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা দিয়ে টিকিয়ে রাখা হয়েছিল। তবে নতুন সরকার এসে সেই সহায়তা বন্ধ করার পর এসব ব্যাংকের আসল চেহারা সামনে আসছে। এরই মধ্যে ব্যাংকগুলোতে গিয়ে অনেক গ্রাহক চাহিদা মতো টাকা পাচ্ছেন না। সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক ধারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছিল। তবে ব্যাংকগুলোর দিক থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এবার সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি টাকা দিলে বাজারে তারল্য বেড়ে যায়। এ প্রবণতা অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতি উস্কে দেয়।