গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, দু’জনের কারাদণ্ড

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ভাটিপাড়া গ্রামের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা তমালিকাকে গলা কেটে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে গতকাল বুধবার এ আদেশ দেন জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান।

মামলার অপর আসামি হিমেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং মাজেদা বেগমকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল হাসেম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল কাদির।

মামলার বিবরণে জানা গেছে, বারহাট্টা উপজেলার চরসিংধা গ্রামের আবদুল হাসিমের ছেলে রাসেল মিয়ার সঙ্গে ২০১৯ সালের জানুয়ারিতে সিংধা ভাটিপাড়া গ্রামের রহিজ মিয়ার মেয়ে তমালিকার বিয়ে হয়। রাসেল মিয়া এর আগে রোকেয়া আক্তার নামে এক নারীকে বিয়ে করে, যা গোপন রেখে তমালিকাকে বিয়ে করে। পরে বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী রোকেয়াকে তালাক দেয় রাসেল। তমালিকার সঙ্গে বিয়ের কিছুদিন পর আগের স্ত্রীর সঙ্গে ফের মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে রাসেল।

একাধিক সিমকার্ড ব্যবহার করে অন্য মেয়েদের সঙ্গেও কথা বলে। এ নিয়ে তমালিকার সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। প্রায়ই তমালিকাকে মারধর করত রাসেল। এক পর্যায়ে তমালিকা বাবার বাড়িতে চলে যান। পরে ভাই হিমেল মিয়া ও মা মাজেদার সহায়তায় তমালিকাকে বুঝিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় রাসেল।

২০২০ সালের ৮ জানুয়ারি গভীর রাতে রাসেল ও তার ভাই হিমেল সাত মাসের অন্তঃসত্ত্বা তমালিকাকে জবাই করে লাশ বসতঘরের বারান্দায় ফেলে রাখে। ঘটনাটি জানাজানি হলে রাসেল, হিমেল ও তাদের মা মাজেদা বেগম গা ঢাকা দেয়।

এ ব্যাপারে তমালিকার বাবা রহিজ মিয়া বাদী হয়ে ওই বছরের ১০ জানুয়ারি বারহাট্টা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত বুধবার তিনজনকেই দোষী সাব্যস্ত করে রায় দেন।