বিএনপি-যুবদল সংঘর্ষ গুলি ককটেল, আহত ১০
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি
ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত
১০ জন আহত হয়েছে।
উপজেলার এরশাদনগরে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত
১১টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে বিএনপি কর্মী হৃদয়কে
(২৯) গুরুতর অবস্থায় টঙ্গীর শহীদ আহ্সান উল্লা মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। তিনি এরশাদনগরের ১ নম্বর ব্লকের আব্দুল হানিফের ছেলে। অন্য আহতদের
নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
স্থানীয় যুবদল নেতা কামরুল ইসলাম কামু ও টিভি আনোয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে একাধিক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এরশাদনগর এলাকায়
আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, এরশাদনগরের ১ নম্বর ব্লক টেকবাড়ি
এলাকায় অ্যাপার্টমেন্টে মাটি ফেলাকে কেন্দ্র করে টিভি আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম
কামু গ্রুপের মধ্যে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কামুর অনুসারী
বিএনপি কর্মী মহিনকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পরে রাতেই
তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজল নামে একজনকে আটক করেছে
পুলিশ। কাজল কামুর অনুসারী বলে জানায় পুলিশ।
এরশাদনগরের ৫ নম্বর ব্লকের লাইলি বেগম বলেন,
তিনি ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেত্রী। মারামারি চলাকালে তিনি গিয়ে কী হয়েছে জানতে
চান। এ সময় যুবদল নেতা মঞ্জুর হোসেন, মইজউদ্দিন ও মোক্তাদির রহমান লিপু তাঁকে
বিভিন্নভাবে অপমান করেন এবং গলায় ছুরি ধরে বলেন, কামুর লোকজন একটা করে ধরব আর জবাই
করব। তিনি এর বিচার চান।
সংঘর্ষের ঘটনায় ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য
মঞ্জুর হোসেন টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। কাজল ও কামরুল ইসলাম কামুসহ ১৬ জনের
নাম দিয়ে এবং অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়।
ওয়ার্ড যুবদলের সদস্য মঞ্জুর হোসেনের ভাষ্য–
তাঁর বাসা এরশাদনগরের ৩ নম্বর ব্লকে। গাজীপুর এলাকায় তাঁর টিভি-ফ্রিজের দোকান আছে।
চার-পাঁচদিন আগে কামুসহ বেশ কয়েকজন তাঁর দোকানে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে কামু গ্রুপের মোবারক, হিরা, আলমগীর ও বিলা তাঁর
বাসায় গিয়ে হুকমি-ধমকি দেন এবং বাড়িঘর ভাঙচুর করে চলে যান। বিএনপির নেতাকর্মীকে
বিষয়টি জানানো হয়। বিএনপির নেতাকর্মীরা তাঁর বাড়িঘর পরিদর্শনে আসার পর ফের তারা
তাঁর বাড়ির সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এরশাদনগর এলকার ৮ নম্বর ব্লকের বাসিন্দা রাসেল
বলেন, রাতে তাঁর টিনের ঘরে মুখোশধারী কয়েকজন আঘাত করতে থাকে। এ সময় তিনি ঘরের
বাইরে বের হয়ে তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলে, তাঁর বাড়িতে লিপু ঢুকেছে,
তাঁকে বের করে দিতে হবে। লিপু ঢোকেনি জানালে তারা তাঁর কথা না শুনে ঘরে ঢুকে
খোঁজাখুঁজি করে হুমকি-ধমকি দিয়ে চলে যায়।
যুবদল নেতা কামরুল ইসলাম কামু জানান, টিভি
আনোয়ার, ময়েজউদ্দিন, মঞ্জু ও মোক্তাদির রহমান লিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী
সন্ধ্যার দিকে তাঁর বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ
ঘটায় ও গুলিবর্ষণ করে।
এ বিষয়ে যুবদল নেতা মোক্তাদির রহমান লিপু জানান,
কামুর লোকজন মঞ্জুর বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে টঙ্গী
পূর্ব থানায় ৬টি অভিযোগ ও একটি মামলা হয়েছে। তারা কারও বাড়িঘরে হামলা করেননি বলে
দাবি করেন তিনি।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন,
ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা
প্রস্তুত। এ ঘটনায় কাজল নামে একজনকে আটক করা হয়েছে। গুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে
তিনি বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাননি, তবে এলাকার মানুষ একাধিক শব্দ
শুনেছেন বলে জানান তিনি।