চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
সুনামগঞ্জের জামালগঞ্জে সম্মিলিত সনাতনী জাগরণ
জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট করায়
ছেলেকে থানায় দিয়েছেন বাবা। গতকাল বুধবার ছেলে অভি দাসকে থানায় সোপর্দ করেন তার
বাবা বিমল দাস।
জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চিন্ময়
কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয় অভি দাস (১৭)। পোস্টে যুদ্ধের
হুঁশিয়ারি দেয় অভি দাস। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আলেম-ওলামাদের মাঝে ক্ষোভের
সৃষ্টি হয়। রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভির বিচারের দাবিতে বিক্ষোভ
মিছিল করে ও তাকে গ্রেপ্তারের দাবি জানান। বিকেলে উপজেলার আলেম-ওলামারা এবং পূজা
উদযাপন পরিষদের নেতারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে
অভির বাবা বিমল দাস ছেলে ভুল করেছে বলে জানান এবং ছেলেটাকে ক্ষমা করে দেওয়ার
অনুরোধ জানান। পরে সকলে ঐক্যবদ্ধভাবে থানায় গেলে অভি দাসও উপস্থিত সকলকে বলেন, এটা
আমার ভুল হয়েছে, শেষে মুচলেকা দিয়ে ছাড়া পান অভি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.
ম কামাল হোসাইন বলেন, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ
বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে
হস্তান্তর করা হয়।