ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৩
ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নিহত
ও আহত হয়েছেন ১৩৪ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ
তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবারের হতাহতের ঘটনার
গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৮২ জনে এবং মোট আহত হয়েছেন ১ লাখ ৪
হাজার ৮৮০ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের
তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব
হয়নি।
২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা
চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা।
এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে
ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে
ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।